মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

আব্দুল মজিদ খান এমপি ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি ॥ রোজেস এলিভেন চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭
  • ৫১৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এডভোকেট আব্দুল মজিদ খান এমপি ফুটবল টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়েছে। গতকাল বর্ণিল আয়োজনে ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল আলোর দিশারী বনাম রোজেস এলিভেন ক্লাব। খেলার প্রথমার্ধে গোল শূন্য ছিল উভয়েরই। দ্বিতীয়ার্ধের শেষ সময়ে স্বপ্নের জয় পায় রোজেস এলিভেন। এমন সময়ে তারা একমাত্র গোলটির দেখা পায়, যা প্রতিপক্ষ আলোর দিশারী শুধু চেয়ে দেখা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। অবশেষে স্বপ্নের চ্যাম্পিয়ান ট্রফি ঘরে তুলে নেয় রোজেস এলিভেন ক্লাব আর রানার্স আপ এর ট্রফি পায় আলোর দিশারী ক্লাব। খেলা শেষে চ্যাম্পিয়ান দল রোজেস এলিভেন এর হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। বানিয়াচং ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ’র সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শৈলেন চাকমা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ বশির আহমদ, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আখনজী, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, সাহিত্য পত্রিকা তরঙ্গের উপদেষ্টা মন্ডলীর সভাপতি রোটারিয়ান আলহাজ্ব রেজাউল মোহিত খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, উপজেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, টুর্নামেন্ট এর আহবায়ক এনামুল মোহিত খান, জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মুনির হোসেন খান, রৌশনারা ভূইয়া লাকী, ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, আব্দুল আহাদ, আবুল কাশেম চৌধুরী, হাবিবুর রহমান, এরশাদ আলী, শাহ শওকত আরেফীন ও আব্দুল কদ্দুস শামীম, উপজেলা ক্রীড়া সংস্থার  কোষাধ্যক্ষ লুৎফুর রহমান, উপজেলা যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সংস্থার সদস্য সাহিবুর রহমানসহ উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। খেলাটি পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ আব্দুর রউফ, সহকারী রেফারীর দায়িত্বে ছিলেন জিল্লুর রহমান ও আবুল কাশেম। ধারা ভাষ্যকারে ছিলেন শফি আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com