নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল সোমবার রাতে হবিগঞ্জ-নবীগহ্জ সড়কের পুকড়া নামক স্থানে সিএনটি-ট্রাকের সংগর্ষে আহমদ মিয়া (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। আহমদ কালীয়ারভাঙ্গা চরগাও গ্রামের মৃত আব্দুল আহাদের পুত্র। এ ঘটনায় উত্তেজিত জনতা ইমামবাড়িতে ১ঘন্টা সড়ক অবরোধ করে।
জানা যায়, ওই সড়কের পুকড়া নামক স্থানে গতকাল রাত সাড়ে ৮টার দিকে একটি ট্রাকের ধাক্কায় সিএনজি অটো রিকশা যাত্রী আহমদ ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষাব্ধ জনতা ইমামবাড়িতে চালকসহ ট্রাক আটক করে সড়ক অবরোধ করা হয়। প্রায় ঘন্টা ব্যাপী এ সড়ক অবরোধ চলে। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার সাথে আলোচনা করে অবরোধ তুলে দেন। পরে আটক ট্রাক চালক বোরহান উদ্দিন (১৮)কে ট্রাকসহ থানায় নিয়ে আসা হয়। ট্রাক চালক বোরহান নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আনসার উদ্দিনের পুত্র।