স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মিসবাহ উদ্দিন ভূইয়া বলেছেন, জমি সংক্রান্ত বিরোধের জের ও আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস এবং আমার পরিবারের সম্মান নষ্ট করতে একটি গোষ্টি চক্রান্তে লিপ্ত রয়েছে। গতকাল রোববার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি নবম শ্রেণীতে থাকা অবস্থায় বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের রাজনীতি শুরু করি। মহান মুক্তিযুদ্ধের সময় প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে স্বাধীনতা আন্দোলনের স্বপক্ষে কাজ করি। ১৯৮৮ সাল থেকে অদ্যবধি পর্যন্ত আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি’র দায়িত্ব পালন করে আসছি। ২০০১ সালে ২৪ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমিরীগঞ্জের কাকাইলছেও ফুঠবল খেলার মাঠে এক সফল জনসভা করেন। সভায় সভাপতি হিসেবে সভাকে সফল করতে আমার সর্ব্বোচ্চ শ্রম ও মেধা বিনিয়োগ করি। আমার ভাই মোঃ নুরুল হক ভূইয়া কাকাইলছেও ইউনিয়নের ৯ বারের নির্বাচিত চেয়ারম্যান। ১৯৬৯ সনে গণঅভুথ্যান আন্দোলনের সক্রিয় কর্মি। ১৯৭০ সালে নির্বাচনে এম.এন.এ প্রার্থী আবসরপ্রাপ্ত কর্ণেল এম এ রব ও এমপি এ প্রার্থী গোপাল কৃষ্ণ মহারতেœর পক্ষে নির্বাচনী কাজ করেন। মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাগণকে সার্বিক সহযোগীতা করেন। তাহার আশ্রয়ে কাকাইলছেওয়ে শত শত হিন্দু পরিবার শরনার্থী হিসেবে অবস্থান করেন। তিনি বলেন, ইলিয়াছ চৌধুরী সংবাদ সম্মেলনে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার এর বিরুদ্ধে আমার বক্তব্য তুলে ধরতে আজকের এই আয়োজন। আমার বড় ভাই এমপিও ভূক্ত মাদ্রাসা আলহাজ্ব মমচান ভূইয়া আদর্শ দাখিল মাদ্রাসা কমিটির সভাপতি। মাদ্রাসার সামনের সরকারী জমি ছাত্রছাত্রীরা খেলাধুলা করে আসছে। ভূমিটি মাদ্রাসার নামে একসনা বন্দোবস্ত রয়েছে। মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়া সহ আরো ৫ ব্যক্তির নামে মাদ্রাসার খেলার মাঠটি বন্দোবস্ত নিয়ে আসেন। নুরুল হক ভূইয়া মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে এর প্রতিবাদ করেন। সংবাদ সম্মেলনে ইলিয়াছ মিয়া দাবি করেন, ১৯৭১ সনে নুরুল হক ভূইয়াকে ২টি অস্ত্র সহ আটক করেন। যা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। এলাকার মুক্তিযোদ্ধাগণ নিজ নিজ উদ্দোগে এর প্রতিবাদলিপি প্রেরণ করেছেন। ১৯৭১ সনের এপ্রিল মাসে কাকাইলছেও গ্রামের একজন হিন্দু বিবাহিতা মহিলা নিরাপত্তার জন্য তার পিতার সাথে হবিগঞ্জ স্বামীর বাড়ি হতে কাকাইলছেও আসার পথে বিথঙ্গলের আলবদর ওয়াহাব মিয়া গং দ্বারা অপহৃত হন। পরে ওই মহিলার পিতা নুরুল হক ভূইয়া কাছে এসে সাহায্য চান। এসময় তৎক্ষনাৎ বৈধ বন্দুকসহ এলাকার জনসাধারণকে নিয়ে অপহৃত মহিলাকে উদ্ধার করে নিয়ে আসেন। এসময় জনরোষে আলবদর ওয়াহাব মিয়াসহ ৬/৭ জন নিহত হন। আমি ও আমার পরিবার সম্পর্কে বইয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করায় আদালতের মাধ্যমে সুবিচার পাব। ইতিহাস বিকৃতি সংশোধন করতে লেখক সচেষ্ট হবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদি। বইয়ে উদ্ধৃত মুক্তিযোদ্ধা নুর মিয়া, মনোরঞ্জন দাস, শাজামান মিয়া, পিষূষ চন্দ্র বিশ্বাস বইয়ের লিখার ভিন্নমত পোষন করে পত্রিকায় নিজ উদ্যোগে প্রতিবাদ লিপি প্রেরণ করেছেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াছ মিয়া মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য আমরা সম্মান জানাই। পাশাপাশি তার আইন বহির্ভূত কাজের জন্য নিন্দা জানাই। ইলিয়াছ চৌধুরী আজমিরীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন দুই শতক সরকারী জমি বরাদ্দ পান। কিন্তু তিনি বরাদ্ধের নীতিমালা লঙ্গঘন করে শরীফপুর গ্রামের আকরাম হোসেন গংদের নিকট ৬ লাখ টাকার বিনিময়ে বিক্রি করেন। ১৯৭১ সালে আজমিরীগঞ্জ থানা শান্তি কমিটির সাধারণ সম্পাদক আলী রেজা ১৬ ডিসেম্বর বিজয় দিবসের পর কাকাইলছেও বাজারে তৎকালীন প্রতিষ্টাতা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরীর নিকট স্বেচ্ছায় আত্মসমর্পন করেন। তখন কমান্ডার ফজলুর রহমান চৌধুরী হবিগঞ্জের আইনশৃখলা বাহিনীর নিকট তাকে হস্তান্তর করেন। গত সংবাদ সম্মেলনে ইলিয়াছ চৌধুরী আমাদের বাড়ি থেকে আলী রেজাকে গ্রেফতার করেছে বলে দাবি করেন। তা সম্পুর্ণ মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তিকর। তিনি আরও বলেন, ১৯৭১ সনের ৮ বা ৯ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনীর রসদ বোঝাই ২টি বার্জসহ টুইন লঞ্চ ৬ ডিসেম্বর বিজয় লগ্নে পালিয়ে যাওয়ার সময় সাবেক এমপি এডভোকেট ফজলুর রহমানের নেতৃত্বে আমি, আমার বড় ভাই মোঃ নুরুল হক ভূইয়া চাচাতো ভাই কাতল ভূইয়া, ইটনার মুক্তিযোদ্ধা আবু তাহের ঠাকুর ও নিহারেন্দু দেবনাথ খোকাসহ এলাকার সর্বস্তরে জনতার সহায়তায় যৌথ আক্রমনে কাকাইলছেও হতে ৬ কি.মি. দূরে কাটখাল নামক স্থানে তাদেরকে আত্মসমর্পন করতে বাধ্য করি। ওই দিন ১১ জন রাজাকার ১১টি রাইফেল, ১ হাজার ১০০ গুলিসহ বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি এডভোকেট ফজলুর রহমানের নিকট হস্তান্তর করে চলে আসি। মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান খান বাচ্চু খাস জমি বন্দোবস্ত পাওয়ার নির্ধারিত ফরমে কৃষি জমি নাই এবং বাস্তবিটাহীন পরিবার হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কাছে কাকাইলছেও বাজার সংলগ্ন মামুদপুর মৌজার ৬৮০নং দাগে ভূমি বন্দোবস্ত পাওয়ার জন্য আবেদন করেন। আবেদন মঞ্জুর না হওয়ায় পরবর্তীতে মুক্তিযোদ্ধের স্মৃতি সংরক্ষণ ও শহীদ মিনার স্থাপনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরাবর আবেদন করেন। কিন্তু উক্ত জায়গায় কাকাইলছেও টমটম সমিতি ও কৃষক সমবায় সমিতি অফিস নির্মান করে কার্যক্রম করছে। তৈয়বুর রহমান খান বাচ্চু আমার কাসমেট হওয়ার সত্বেও তার পাবলম্বন না করায় তিনি আমার ক্ষিপ্ত হন। উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আশরাফ উদ্দিন রাস্তার কাজ না করে কাকাইলছেও হইতে রসুলপুর পর্যন্ত রাস্তা নির্মানের জন্য ৪ লাখ টাকা উত্তোলন করে আত্মসাত করেন। আনন্দপুর গ্রামের আলহাজ্ব খালেদুজ্জামান ও একই গ্রামের লালমামুদের বিধবা স্ত্রী আয়েশা খাতুন খালেদুজ্জামানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে স্ত্রী হিসেবে গ্রহন না করা এবং সন্তানের পিতৃত্বের দাবি আদায়ের মামলা করেন। আদালত উক্ত বিষয়ে কাকাইলছেও ইউপি চেয়ারম্যানকে তদন্ত করার জন্য নির্দেশ প্রদান করেন। পরে চেয়ারম্যান মোঃ নুরুল হক ভুইয়া বিষয়টি সূষ্ট ভাবে তদন্ত করে আদালতে প্রতিবেদন প্রেরন করেন। তদন্তে অভিযোগ প্রামাণিত হওয়ায় খালেদুজ্জমান এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জরি করা হয়। এরই প্রেক্ষিতে তিনি আমার ও আমার ভাইয়ের প্রতিপ্তি হয়ে আমার পরিবারের সম্মান নষ্ট করার জন্য লিপ্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে উপ¯ি’ত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তুফানী, রাশিদুল হাসান চৌধুরী কাজল, নূর মিয়া, মনোরঞ্জন দাস, পিষূষ চন্দ্র বিশ্বাস, সুরেন্দ্র চন্দ্র সরকার, ইউপি চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির সামছু, জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান, আওয়ামীলীগ নেতা মনোয়ার আলী, তুষারকান্তি দাস মনু, আজমান মিয়া, মতিউর রহমান, নজরুল ইসলাম বাবুল, তোফায়েল আহমেদ ভূইয়া প্রমুখ।