প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গ উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়ন বিএনপি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে দক্ষিণ সাঙ্গর গ্রামে প্রবীন বিএনপি নেতা মাহফুজ আলম তালুকাদারের সভাপতিত্বে এবং বিএনপি মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান মারুফ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান বাবলু, যুগ্ম আহ্বায়ক খালেদ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, জেলা জাসাসের সাবেক সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, উপজেলা যুবদল সভাপতি শেখ আমির হোসেন, জেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা যুবদল নেতা সাদিকুর রহমান লিটন, বিএনপি নেতা মইনুল ইসলাম এখলাছ, আব্দাল চৌধুরী, নাজমুল আলম চৌধুরী লোকমান, হাফিজুল ইসলাম, কবির মিয়া, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জীবন আহমেদ লিটন, উপজেলা ছাত্রদল নেতা সোহেল আহমেদ, কালাই মিয়া, আফরাজুল ইসলাম চৌধুরী, শেখ কুহিনুর পাশা, সিরাজ মিয়া, আলী হোসেন, হিরাজ মিয়া, কাজল মিয়া চৌধুরী, মামুন মিয়া চৌধুরী, মোঃ নজির মিয়া, রকি আহমেদ, তাজুল ইসলাম, ফারুক মিয়া, ইউসুফ মিয়া, জাকির হোসেন, এনামুল হোসেন তালুকদার, এম এ সালাম চৌধুরী, আক্তার হোসেন, আলকাছ মিয়া, আব্দুল হান্নান মেম্বার, বুলবুল মিয়া, মোঃ হাসান, আমিনুল ইসলাম, আজমত আলী, ছাদেক মিয়া, মুকিত মিয়া, সোয়েম মিয়া প্রমূখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ আবিদুর রহমান তালুকদার। এরপূর্বে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারী সমাবেশস্থলে আসেন। সমাবেশটি জনসমুদ্রে পরিনত হয়। কর্মী সম্মেলনে আওয়ামীলীগ কর্মী আবিদুর রহমানের নেতৃত্বে বিভিন্ন দলের কয়েকজন যুবক বিএনপিতে যোগদান করেন। কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সাখাওয়াত হাসান জীবন বলেন, প্রতিটি ওয়ার্ডে বিএনপিকে তৃণমুল পর্যায়ে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে। দল সংগঠিত হলে আগামী নির্বাচনে বিএনপি বিজয় কেউ ঠেকাতে পারবে না।