প্রেস বিজ্ঞপ্তি ॥ পৈলে শহীদ এনাম স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত শহীদ সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টান গতকাল পৈল ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্টিত হয়। ব্রাদার্স ইউনিয়ন জালালাবাদ ও পূর্ব পৈল ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত চরম উত্তেজনাকর ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে গোল শূন্য ড্রতে শেষ হলে পরে টাইব্রেকারে ফলাফল নিষ্পত্তি হয়। জালালাবাদ ব্রাদার্স ইউনিয়ন টাইব্রেকারে ৫-৪ গোলে পূর্ব পৈল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। ৪নং পৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, ২নং রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াস, সৈয়দ আব্দুল ওয়াহেদ, ডাঃ আবরার জাবের, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ছালেহ আহমেদ, হাজী আম্বর আলী প্রমুখ। অনুষ্ঠানে বক্তাগন চ্যাম্পিয়ান ও রানার আপ দলকে অভিনন্দন জানান ও এমন জমজমাট আয়োজনের জন্য আয়োজক এনাম স্মৃতি সংঘের প্রশংসা করেন।