বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বাস চাপায় ইটভাটা শ্রমিকের প্রাণহানী ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার হাফিজপুর গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শ্রমিকের নাম আমিনুল ইসলাম (৩০)। তিনি মাধবপুর উপজেলার হরষপুর এলাকার আলফু মিয়ার ছেলে। বাহুবলের মেট্রো ব্রিকসে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন সন্ধ্যায় হাফিজপুর গ্রামের কাছে মহা-সড়কের পাশ দিয়ে তিনি হাটাচলা করছিলেন। এ সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।