শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

নবীগঞ্জে তিন পুত্রের বিরুদ্ধে মায়ের মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭
  • ৫০৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে তিন পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন এক মা। স্থানীয়ভাবে সালিস বৈঠক করে কোন উপকার না পাওয়ায় শেষ ওই মা আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। নবীগঞ্জ থানায় অভিযোগ দেয়া মা হলেন-ইনাতগঞ্জ ইউপির দিঘীরপাড় গ্রামের তোয়াজ উল্লার স্ত্রী ফুলবানু বিবি। যে ৩ পুত্রের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে তাদের একজন হলেন-সম্প্রতি সৌদি আরব থেকে দেশে আসা আব্দুস ছালাম (৪৫) এবং অপর দুইজন  আলেক উদ্দিন (৪৮), দিলাছ উদ্দিন (৩২)। অভিযোগ সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী আব্দুস ছালাম (৪৫) পিতা মাতার অমতে বিয়ে করে দীর্ঘ ২২ বছর ধরে নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন। সম্প্রতি ছালাম সৌদি আরব থেকে দেশে ফিরে নিজ মাতা ও ভাই-বোনের সাথে কোন যোগাযোগ না করেই পরিবারের অপর দুই ভাই  আলেক উদ্দিন ও দিলাছ উদ্দিন এর সাথে জোট বেঁধে পরিবারের অন্যান্য সদস্যেদের নির্যাতন, বাবা সকল জমি জবর দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন। এ নিয়ে গত ২৬ নভেম্বর শনিবার ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান বরাবরে তাদের মাতা ফুলবানু বিবি অভিযোগ করেন। এর প্রেক্ষিতে গত ২৬ নভেম্বর ২০১৭ ইং শনিবার সকাল ১১ টার সময় ফুলবানু বিবির বাড়ীতে সালিস বৈঠক হয়। বৈঠকে ইনাতগঞ্জ- ইউপির চেয়ারম্যান বজলুর রশিদ বজলু, সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ পাঠান, মাসুদ আহমদ জেহাদী, বিশিষ্ট মুরুব্বি মো: ছাদ উল্লাহ, আমিনুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সালিস বৈঠকে সিদ্ধান্ত ছিল পরবর্তীতে ওই বৈঠকে যারা উপস্থিত ছিলেন তাঁরাসহ উভয়পক্ষের উপস্থিতিতে সমস্ত সম্পত্তি বাটোয়ারা হবে। কিন্তু পরবর্তীতে আব্দুস ছালামসহ তার অপর দুই ভাই মিলে নিজেরাই বাটোয়ারা করে নেন। এ বিষয়টি মা ফুলবানু বিবিসহ অন্যান্য ভাই-বোনেরা মেনে নিতে পারেনি। ফলে গত মঙ্গলবার ফুলবানু বিবি বাদী হয়ে উল্লেখিত ৩ পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। অভিযোগটি তদন্ত করার জন্য ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com