প্রেস বিজ্ঞপ্তি ॥ নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলার ৬ গ্রামের ঐক্য পরিষদ আলআমিন সংগঠনের উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের মাঠ প্রাঙ্গনে কাজিরগাঁও, নিশাপট, মড়রা, লাদিয়া, ডাকিজাংগাল ও ফরিদপুরসহ ৬ গ্রামের ঐক্য পরিষদ আলআমিন সংগঠনের বিশিষ্ট মুরুব্বি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আলআমিন সংগঠনের ২৮-১২ নেতা কাজি মন্জু সভাপত্বিতে কাজিরগাঁও, নিশাপট, মড়রা, লাদিয়া, ডাকিজাংগাল, ফরিদপুরে বিশিষ্ট মুরুব্বি কাজি মন্জু, ইব্রাহিম মেম্বার, এডভোকেট জয়নাল আবেদীন, নুরোজ মেম্বার, ৮নং শায়েস্তাগঞ্জের চেয়ারম্যান বুলবুল মিয়া, সাদেক মেম্বার, জফু মিয়া, লাদিয়া গ্রামের সরদার শফিক মিয়াসহ দক্ষিণ হবিগঞ্জের বিশিষ্ট ব্যক্তি বর্গসহ নিশাপট গ্রামের ৬/৭ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে দল-মত নির্বিশেষে সভার সর্বসম্মনিক্রমে নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহমেদ খাঁনকে একক প্রার্থী ঘোষণা করা হয়।