স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠনের লক্ষ্যে পইল আসামপাড়ায় এক সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিবেন্দ্র চন্দ্র দেব শিবুর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট পারভীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবেরা সুলতানা হ্যাপী ও আছমা আব্দুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মর্তুজ আলী, যুগ্ম সম্পাদক কবির আহমেদ, আওয়ামী লীগ নেতা কবির মিয়া, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছন্দু মিয়া, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৌকত আলী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক জ্ঞান সুন্দর মল্লিক নানু, আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন, ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ জুনাব আলী, আওয়ামী লীগ নেতা রায়হান মিয়া, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুস সহিদ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মোছাঃ আমিনা বেগমকে আহবায়ক ও নীলা নাগকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির যুগ্ম আহবায়করা হলেন, রাহেলা আক্তার হেনা, শিখা রানী দাস, সাফিয়া আক্তার, সলিমা বেগম, ভরিচান, শেফুল বেগম, ইজাজুর নেছা, জমিলা বেগম, সেলী আক্তার, রহিমা খাতুন, সেলিনা আক্তার সেলী, মিনারা খাতুন, আম্বিয়া খাতুন, মোছাঃ রোজি বেগম, সুফিয়া বেগম, হেনা বেগম, জরিনা খাতুন, ছুগেরা খাতুন, সাহেরা খাতুন, সেলিমা খাতুন, ময়মনা বেগম, রাবিয়া খাতুন, জাহেদা খাতুন, জাহানারা বেগম ও স্মৃতি রাণী পাল। সদস্যরা হলেন পতিঙ্গা বেগম, নাসিমা বেগম।