প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম বড়ভাকৈর ইউপি যুবলীগ এর ৯নং ওয়ার্ড কমিটি গতকাল বৃহস্পতিবার বিকালে গঠিত হয়েছে। এতে প্রদীপ দাশকে সভাপতি ও লিটন দাশকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে নবীগঞ্জ উপজেলা যুবলীগ’র যুগ্ম আহ্বায়ক রাব্বি আহমেদ চৌধুরী মাক্কুর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা নিরঞ্জন দাশের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ১নং ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি শৈলেন্দ্র গুপ্ত দাশ রানু। বিশেষ অতিথি ছিলেন ১নং ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ ক্ষেত্র মোহন দাশ, রথিন্দ্র চৌধুরী (মেম্বার), বসুদেব দাশ, মহিতোষ দাশ রিন্টু, মনোরঞ্জন দাশ, গিরিন্ড দাশ, ডাঃ সুনিল দাশ, হেমেন্ড চন্দ্র দাশ, নারায়ন দাশ, ইউপি চেয়ারম্যান সত্যজিৎ দাশ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৌরাঙ্গ দাশ (মুহুরি), গোপীনাথ দাশ, টকন দাশ, নিপেন্ড দাশ, সুনীল দাশ, হিরেন দাশ, সুভাষ দাশ, ডাঃ নিপেশ দাশ, মিল্টন দাশ, দিগন্ত দাশ, বিধান দাশ, পিলু দাশ, রাখাল বৈষ্ণব, রণি দাশ, লিপ্টন দাশ, রাসেন্ড দাশ, সমর দাশ, নির্মল দাশ, ধনঞ্জয় বিশ্বাষ, পিটুল দাশ, রন দাশ, অভি দাশ, রিংকু দাশ, সংবিত দাশ, গৌরা দাশ, অনুকুল দাশ, বাবুল দাশ, সনতোষ দাশ, পিযুজ দাশ, সুমন দাশ, কালা চাঁন দাশ, গৌতম দাশ, রতন দাশ, বিমল দাশ, অজিত দাশ, মানিক বিশ্বাষ, দিলিপ দাশ, পার্থ দাশ, ব্রজেন্ড বিশ্বাষ প্রমুখ। পরে কৃষ্ণ পদ বিশ্বাষ সভাপতি ও শ্রীকৃষ্ণ বিশ্বাষকে সাধারণ সম্পাদক করে ৬নং ওয়ার্ড (চরগাঁও) যুবলীগ এর কমিটি গঠন করা হয়েছে।