শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান বিপুল পরিমাণ দেশী-বিদেশী মদসহ ২ যুবক গ্রেফতার আজমিরীগঞ্জে পুকুরে পড়ে ২ শিশুর মৃত্যু চুনারুঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জিকে গউছ ॥ আওয়ামীলীগ গত ১৫টি বছর জোর করে ক্ষমতায় ছিল শহরের মাদক ব্যবসায়ী সাজাপ্রাপ্ত সফিক আটক পোদ্দার বাড়ি থেকে ২য় স্ত্রীর মামলায় নজরুল গ্রেফতার হবিগঞ্জ শহরের ঘাটিয়া আবাসিক এলাকায় দুঃসাহিক চুরি ॥ ৩৫ লক্ষাধিক টাকার মালামাল খোয়া নবীগঞ্জে মেডিকেল ক্যাম্পে প্রফেসর ডাঃ খালেদ মোহসীন ॥ ‘আউশকান্দিতে আন্তর্জাতিক মানের হাসপাতাল করতে চাই’ হবিগঞ্জ সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি কামাল খান ও সাংবাদিক উজ্জলের বিরোধ নিষ্পত্তি মুড়ারবন্দে ৩ দিন ব্যাপী ওরস ১৪ জানুয়ারি শুরু নবীগঞ্জে ডাক্তারের চেম্বার ও দোকানে দুঃসাহসিক চুরি

বানিয়াচং উপজেলা নির্বাচনে ২৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • আপডেট টাইম সোমবার, ৩ মার্চ, ২০১৪
  • ৪৯৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশ গতকাল মনোনয়ন পত্র দাখিল Nurul Amin Chowdhury pic copyকরা হয়েছে। সহকারী রির্টানিং অফিসার এস এম মুনির এর নিকট প্রার্থীগন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোয়নপত্র দাখিল করেন।
৩টি পদে মোট ২৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তন্মধ্যে চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান পদে ১২ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন দাখিল করেছেন। চেয়ারম্যান পদে যারা মনোনয়ন দাখিল করেছেন-তারা হলেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন খান, ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবুল কাসেম চৌধুরী, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজা, বিএনপি সমর্থিত শেখ বশির আহমেদ, বিএনপি নেতা আকাদ্দছ হোসেন তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, খেলাফত মজলিস সমর্থিত শাহ আহাদুর রহমান, ওলামা মাশায়েখ সমর্থিত মাওলানা আব্দাল হোসেন খান, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন-ছাদিকুর মিয়া তালুকদার। এদিকে বানিয়াচংয়ে বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ বশির আহমেদ, ভাইস চেয়ারম্যান পদে ফরহাদ হোসেন বকুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তানিয়া খানম মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রবিবার সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনের কামালখানীর বাড়ী হাসান মঞ্জিলে গিয়ে ডা. জীবনসহ 1959644_237862979733020_445631406_n copyহাজরো নেতা-কর্মীর কাছ থেকে এই তিন প্রার্থী দোয়া নেন। পরে নেতা-কর্মীসহ পদযাত্রা করে তারা উপজেলা পরিষদের গেইট পর্যন্ত যান। সেখান থেকে নেতা-কর্মীদের কাছ থেকে বিদায় নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ইউএনও এস এম মুনীর উদ্দিনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের পূর্বে উপজেলা পরিষদের গেইট পর্যন্ত তাদের সাথে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজিবুল হোসেন মারুফ, মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, বর্তমান যুগ্ম সম্পাদক মহিবুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, প্রচার সম্পাদক সামছুর রহমান, অর্থ সম্পাদক সুফিউর রহমান সুফি, দপ্তর সম্পাদক মখলিছুর রহমান আবু, বানিয়াচং উপজেলা সদরের ৪ ইউনিয়নের সাবেক সর্দার ইলিয়াছ উল্লা, বিএনপি নেতা কামরুজ্জামান কাজল, লুৎফুর রহমান, আনছার আলী, মোশারফ হোসাইন, হারুন রশিদ লস্কর, জালাল মাম্মদ, যুবদল সভাপতি শেখ আমির হোসেন, কৃষকদল সভাপতি এহিয়া খান, জাসাস সভাপতি একে আজাদ, ওলামা দলের আহবায়ক মাওলানা মুছা, শ্রমিকদল সাধারণ সম্পাদক মহিউদ্দিন আলমগীর, ছাত্রদল সাধারণ সম্পাদক নকীব ফজলে রকীব মাখন, কৃষকদল সাধারণ সম্পাদক জীবন আহমেদ লিটন, ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন নিপ্পন, কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফয়সল, দৌলতপুর ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল হক মাষ্টার, সাধারণ সম্পাদক ওমর ফারুক, কাগাপাশা ইউনিয়ন বিএনপি সভাপতি মকবুল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, বড়ইউড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি এম সবুর, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, খাগাউড়া ইউনিয়ন বিএনপি সভাপতি লুৎফুর রহমান সুফি, সাধারণ সম্পাদক এম ওয়াহিদ, পুকড়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন তরফদার, মন্দরী ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মতিন, পৈলারকান্দি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ডা. আতাউর শিকদার, সাবেক সভাপতি হাজী উছমান ফটিক, কৃষকদল সভাপতি আহাম্মদ মিয়া, মন্দরী ইউনিয়ন কৃষকদল সভাপতি তাইদুল ইসলাম, সুজাতপুর ইউনিয়ন বিএনপি নেতা রঙ্গু মিয়াসহ ১৫টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অপর দিকে বিএনপি নেতা নুরুল আমিন চৌধুরী গতকাল রবিবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ এর কাছে মনোনয়নত্র দাখিল করেছেন। এ সময় তার সাথে ছিলেন, বানিয়াচং উপজেলা বিএনপি সভাপতি এড. মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন, জেলা বিএনপি‘র উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম, এড. মিজান, এড. ইসপাহানী ও আমিরুল আখঞ্জিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন-আওয়ামীলীগ নেতা ও বর্তমান ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, আওয়ামীলীগ নেতা আহাদ মিয়া, স্মৃতি চ্যাটার্জি কাজল, মহিত মিয়া, শেখ মোঃ ইব্রাহিম খলিল, নিলেশ দাস ও হাজী শেখ ফরিদ আহমেদ, বিএনপির একক প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, খেলাফত মজলিস নেতা আব্দুল জলিল ইউসুফি, খেলাফত মজলিস নেতা এহতেশামুল হক, জামায়াত সমর্থিত ইকবাল বাহার খান, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন-মোঃ ফারুক আমিন।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আওয়ামীলীগ নেত্রী বর্তমান ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি, আওয়ামীলীগ নেত্রী মোছাঃ ফেরদৌস আক্তার ঠাকুর, বিএনপি মনোনীত একক প্রার্থী তানিয়া খানম ও স্বতন্ত্র প্রার্থী মোছাঃ বেলী ইসলাম।
নির্বাচনে চেয়ারম্যান পদে কোন দলই একক প্রার্থী দিতে পারেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com