বিশেষ প্রতিনিধি ॥ হবিগঞ্জের কৃতি সন্তান অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ এর যুক্তরাজ্য সফর উপলক্ষে প্রবাসে হবিগঞ্জবাসীর অন্যতম বৃহৎ সংগঠন হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়। গত ২৭ নভেম্বর সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্তোরায় জালাল আহমেদ ও তার সফরসঙ্গী বাংলাদেশ সরকারের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দলের সম্মানে অনুষ্টিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবক হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট এম এ আজিজ। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ব্যারিস্টার মাহমুদুল হকের পরিচালনায় অনুষ্টিত সভায় জালাল আহমেদ ছাড়াও তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার শর্মা, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এ, আর, এম নাজমুল সাকিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এম, রহমান, অর্থ বিভাগের উপ-সচিব সৈয়দ নাসির আহম্মদ, শেখ মোমিনা মনি ও দিলরুবা সাহিন। দাতা সংস্থাসমূহের অর্থায়ন ও কারিগরী সহায়তায় বাংলাদেশে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য বাংলাদেশ সরকারের একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও অভিজ্ঞতা অর্জনের জন্য সরকারের এ উচ্চপদস্থ প্রতিনিধিদল যুক্তরাজ্যের বিভিন্ন নগর ও প্রতিষ্ঠান পরিদর্শন করছেন। বাংলাদেশ সরকারের এ বৃহৎ প্রকল্প হতে হবিগঞ্জ জেলা কীভাবে সুফলভোগী হতে পারে তথা হবিগঞ্জ জেলার মানবসম্পদের দক্ষতা উন্নয়নে ভূমিকা নিশ্চিতকরণের লক্ষ্যে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এ মতবিনিময় সভার আয়োজন করে। এছাড়া আগামী বছরের জুলাই মাসে লন্ডনে অনুষ্ঠিতব্য ‘হবিগঞ্জ বিশ্বমেলার’ বিভিন্ন দিক সম্পর্কে অতিথিদের অবহিতকরণ ও এ সংক্রান্ত পরামর্শ ও সহযোগিতা কামনাও এ মতবিনিময় সভায় প্রাধান্য পায়।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহসভাপতি গুলজার হোসেন বাবুল ও এম, এ, আওয়াল, যুগ্ম সম্পাদক এডভোকেট মোমিন আলী ও মারুফ চৌধুরী, কোষাধ্যক্ষ সামসুদ্দিন আহম্মদ, সাংগঠনিক সম্পাদক এ, রহমান অলি, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফুল আলম চৌধূরী বাবলু, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শহিদুল আলম চৌধূরী বাচ্চু, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাসির মিয়া, কার্যকরি কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা নূর উদ্দিন চৌধুরী বুলবুল, সৈয়দ মোস্তাক আহম্মদ, কাজী তাজউদ্দিন আকমল, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ্যাসোসিয়েট প্রফেসর ও কমনওয়েলথ স্কলার জহিরুল হক শাকিল, কাউন্সিলর ও সলিসিটর সৈয়দ এনাম আহম্মেদ উজ্জল, হেলাল চৌধূরী, সিভিল সার্ভেন্ট মোহাম্মদ তাহির আলী, যুবনেতা জালাল আহম্মদ, সালমান আহমেদ সোহান ও মোফাজ্জল হোসেন শ্যামল প্রমুখ ।
সভায় হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, হবিগঞ্জে সাম্প্রতিককালে যে ব্যাপক শিল্পায়ন হয়েছে তা একটি মহাপরিকল্পনার আওতায় এনে মাধবপুর থেকে বাহুবল পর্যন্ত এলাকাকে শিল্পাঞ্চল ঘোষণা করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। এসব শিল্পকারখানায় বর্জ্যশোধনাগার ব্যবস্থা চালু করে পরিবেশ নির্মল রাখতে প্রশাসনকে জিরো টলারেন্স অনুসরণ করতে হবে। বক্তারা হবিগঞ্জ জেলার মানব সম্পদ উন্নয়নে সরকার ও দাতা সংস্থাসমূহের অর্থায়নে দক্ষতা উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করার উপর গুরুত্ব আরোপ করেন।