প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয় কৃষকপার্টি হবিগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা কৃষকপার্টির আহ্বায়ক লায়ন গাজী মোঃ মিজবা উদ্দিনকে সভাপতি মনোনীত করা হয়েছে। গত ২৭ নভেম্বর সোমবার দুপুরে শহরের সাইফুর রহমান টাউন হলে জেলা জাতীয় কৃষকপার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়। লায়ন গাজী মোঃ মিজবা উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় কৃষকপার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান টেপা। এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় কৃষকপার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মামুন। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় কৃষক পার্টির সহ-সভাপতি শেখ আলমগীর হোসেন, কেন্দ্রীয় কৃষক পার্টির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইছহাক ভূইয়া, কেন্দ্রীয় কৃষকপার্টির সহ-সভাপতি এবিএম লিয়াকত হুসেন চাকলাদার, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পাার্টির যুগ্ম-আহ্বায়ক আব্দুল হামিদ চৌধুরী, জাতীয় কৃষকপার্টি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক লায়ন ইঞ্জিনিয়ার এম এ মুনিম চৌধুরী বুলবুল, জাতীয় কৃষকপাটি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শংকর পাল, জেলা জাতীয় কৃষক পার্টির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ফরিদ উদ্দিন। সম্মেলন পরিচালনা করেন এসএম হেলাল।