প্রেস বিজ্ঞপ্তি ॥ অন্যায়ভাবে বিদ্যুৎ বিল বাড়ানোর প্রতিবাদে এবং চাল, পেয়াজ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবীতে সিপিবি-বাসদ-গণতান্ত্রিক বামমোর্চার ডাকা হরতালের সমর্থনে গতকাল জেলা বার সহ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগসহ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোলচত্বর ষ্টেশন রোড ও রেলক্রসিংয়ে পথসভা অনুষ্ঠিত হয়। প্রচারপত্র বিতরণ ও গণসংযোগে অংশগ্রহণ করেন সিপিবি নেতা পীযুষ চক্রবর্তী, বাসদ নেতা এডঃ জুনায়েদ আহমেদ, হুমায়ুন খান এবং বাসদ (মার্কসবাদী) সংগঠক শফিকুল ইসলাম। শায়েস্তাগঞ্জে অনুষ্ঠিত বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন, জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমান, তেল-গ্যাস-বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী শিবলী, জেলা সিপিবি সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড এডঃ জুনায়েদ আহমেদ, জেলা বাসদ (মার্কসবাদী) সংগঠক শফিকুল ইসলাম, শিক্ষার্থী পলাশ, খোকন, রামপ্রসাদ প্রমুখ। সভায় বক্তাগণ বলেন সরকার বিদ্যুৎ বিল বৃদ্ধি করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। লুটপাটকারীদের অর্থের যোগান দিতে জনগণের উপর বাড়তি বোঝা চাপিয়ে দিচ্ছে। যে মুহুর্তে চাল, পেয়াজ সহ নিত্য পণ্যের ক্রয় ক্ষমতা জনসাধারণের নাগালের বাহিরে, ঠিক সেই মুহুর্তে বিদ্যুৎ বিল বাড়িয়ে দেয়া মানেই মরার উপর খড়ার ঘা। বক্তাগণ জনবিচ্ছিন্ন সরকারকে এসব জনবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। অন্যথায় জনগণ রুখে দাঁড়াবে।