ষ্টাফ রিপোর্টার ॥ নির্বাচনী প্রচারনার মাঠে থেকেও ভোটার তালিকায় সংশোধনী করে নাম স্থানান্তর করতে না পারায় গতকাল মনোনয়ন পত্র দাখিল করতে পারেননি বানিয়াচঙ্গ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা মোতাকাব্বির খান আক্কাস। জানা যায়, গত ১১ ফেব্র“য়ারী মোতাকাব্বির খান আক্কাস হবিগঞ্জ পৌর এলাকা থেকে বানিয়াচঙ্গ উপজেলার ইকরাম গ্রামে ভোটার তালিকায় নাম স্থানান্তরের আবেদন করেন। ১১ ফেব্র“য়ারী বানিয়াচঙ্গ উপজেলা নির্বাচনী অফিসে আবেদন করার পর গত ১৩ ফেব্র“য়ারী নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, উপজেলা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত উপজেলার আওতাধীন এলাকার ভোটার স্থানান্তরের কার্যক্রম স্থগিত থাকবে। এই চিঠির প্রেক্ষিতে বানিয়াচঙ্গ উপজেলা নির্বাচন অফিস মোতাকাব্বির খান আক্কাসের নাম ভোটার তালিকায় সংশোধন করে স্থানান্তর করেননি। এ অবস্থায় নির্বাচনী প্রচারনা চালিয়েও গতকাল বানিয়াচঙ্গ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করতে পারেননি মোতাকাব্বির খান আক্কাস। মোতাকাব্বির খান আক্কাস জানান, স্থগিতের চিঠি আসার দু’দিন পূর্বে আবেদন করেও তার নাম স্থানান্তর না করায় এ ব্যাপারে তিনি আইনগত ব্যাবস্থা গ্রহন করবেন।