আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক ভূইয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত বিচারাধীন মামলার নথি পাওয়া যাচ্ছেনা। এ ব্যাপারে অভিযোগের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার জন্য তাঁকে নোটিশ করা হয়েছে। হবিগঞ্জ জেলা ও দায়রা জজ এর কার্যালয় থেকে বিগত ২৩ অক্টোবর স্বাক্ষরিত কোর্ট নোটিশে বলা হয়, “আদালতে বিঃ ট্রাইঃ ১৬/৮৭ নং মামলার নথি পাওয়া যাচ্ছে না। তাই উক্ত নথি সম্পর্কে তথ্য জানা আবশ্যক বিধায় আপনি (মোঃ নুরুল হক ভূইয়া) আগামী ২৭ নভেম্বর ২০১৭ইং সকাল ১০ ঘটিকায় আদালতে হাজির হইবেন। অন্যথায় আপনার বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।”
সূত্রে জানা গেছে, বিগত ১৯৮৭ সালে মোঃ নুরুল হক ভূইয়ার গোদাম থেকে বিপুল পরিমাণ চিনি উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে কাকাইলছেও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল হক ভূইয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় বিশেষ ট্রাব্যুনালে মামলা দায়ের করা হয়। মামলা নং ১৬/১৯৮৭, তারিখ ৮/১২/১৯৮৭ইং, এবং জি আর মামলা নং-১২/১৯৮৭ আজমিরীগঞ্জ ২ (৫) ১৯৮৭। জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধিন ১৬/৮৭ নং মামলার নথিটি রহস্যজনক ভাবে পাওয়া যাচ্ছেনা বলে আদালতকে অবহিত করা হয়। এরই পরিপ্রেক্ষিতে নথি সম্পর্কে তথ্য জানার জন্য নুরুল হক ভূইয়াকে কোর্ট নোটিশ প্রদান করা হয়েছে।
মামলার অভিযুক্ত নুরুল হক ভূইয়া দীর্ঘ মেয়াদ ধরে কাকাইলছেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।