স্টাফ রিপোর্টার ॥ ৭ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া গেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। শনিবার দিবাগত রাত পৌনে ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ত্যাগ করেন। সংসদ সদস্যের সহকারী ব্যক্তিগত সচিব সুদীপ দাস জানান, বিদ্যুৎ-জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপি’র নেতৃত্বে জাতীয় সংসদের হুইপ আতিকুর রহমান আতিক ও কমিটির সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এমপি, এমএ লতিফ এমপি এবং বাহাউদ্দিন নাসিম এমপি এই সফরে যোগ দিয়েছেন। আবু জাহির এমপি’র স্ত্রী আলেয়া জাহিরও সফরসঙ্গী হয়েছেন।
সফরের ৭দিনে পর্যায়ক্রমে অস্ট্রেলিয়ার সিডনী, ব্রিজবেন ও রক হাম্পটন শহরে সেখানকার বিভিন্ন প্রকল্প এবং বাংলাদেশের বিদ্যুৎ-খনিজ ও জ্বালানী মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন সেমিনারে যোগদান করবেন। এছাড়াও অস্ট্রেলিয়ায় অবস্থানরত দলীয় নেতাকর্মীদের সাথেও তাদের স্বাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে।