শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক লাখাই উপজেলার কাঠিহারা মেলা থেকে সরঞ্জামসহ ৪ জুয়ারী আটক বানিয়াচঙ্গে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব ॥ পলাতক স্বৈরাচারের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ফল ভালো হবে না জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শতবর্ষ উদযাপন ২২ ফেব্রুয়ারী ॥ জেলা প্রশাসকের সাথে শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জে গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটি অনুমোদন চুনারুঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ॥ ২ লাখ টাকা লুট শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

চুনারুঘাটে এমপি মাহবুব আলীর বিরুদ্ধে সাতছড়ি ষড়যন্ত্রের প্রতিবাদে নিন্দার ঝড়

  • আপডেট টাইম রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ৭১০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি পাহাড়ে গত ২৪ নভেম্বর চুনারুঘাট-মাধবপুরের সংসদ সদস্য এডঃ মাহবুব আলীর বিরুদ্ধে চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নামে কতিপয় নেতৃবৃন্দ সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য যে গুপ্ত সভাটি করেছেন এ ব্যাপারে বাংলাদেশ আওয়ামীলীগ চুনারুঘাট উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অবগত নন। পত্রিকায় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যে নাম দেয়া হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আওয়ামী রাজনীতিকে ধ্বংস ও দ্বীধা বিভক্ত করার জন্য একটি কুচক্রী মহল এহেন অপচেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্বচ্ছ রাজনীতিবীদ সাবেক পিপি এডঃ আকবর হোসেন জিতু এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাতছড়িতে যারা মিটিং করেছেন সেটা তাদের ব্যক্তিগত বিষয়। এর দায়-দায়িত্ব তাদের উপর বর্তাইবে। যেহেতু সাংগঠনিকভাবে এ বিষয়ে কেন্দ্র বা জেলা আওয়ামীলীগের কোন নির্দেশনা নেই। এমতাবস্থায় সাতছড়িতে কে বা কারা কি উদ্দেশ্যে সভাটি করেছেন, সেই বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি জানান, আমি নিজেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে একজন মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন দেওয়ার একমাত্র মালিক দেশরতœ শেখ হাসিনা। তিনি যাকে মনোনয়ন দিবেন তাঁর পক্ষেই তিনি জীবন বাজি রেখে কাজ করে যাবেন। এখানে আমাদের বক্তব্য হলো দলের ভাবমূর্তি ক্ষুন্ন এবং এই হীন তৎপরতা থেকে বিরত থাকার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। চুনারুঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান, পৌর আওয়ামীলীগের সভাপতি ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ এই বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কে.এম. আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মর্তুজ আলী সরদার, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মানিক মিয়া, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সৈকত আজাদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম আলমগীর, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম রিপন, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শিপন খান, সাধারণ সম্পাদক খাইরুল আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com