স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ দারুছুন্নাৎ কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনীর লক্ষ্যে এক প্রস্তুতি সভা গত ২৪ নভেম্বর শায়েস্তানগরস্থ গাউছিয়া একাডেমী ও সুন্নিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ছাত্র কাজী মাওঃ মোঃ আব্দুল আজিজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৯৮২ থেকে বিভিন্ন ব্যাজের ছাত্ররা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে প্রাক্তন ছাত্র হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমানকে আহ্বায়ক, কাজী মাওঃ মোঃ আব্দুল আজিজ খাঁন ও জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল মন্নানকে যুগ্ম আহ্বায়ক, জেলা ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক মাওঃ গোলাম সরোয়ারকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন-কাজী মাওঃ ছাইফুল মুস্তফা, মোঃ আব্দুল বাছিত সেলিম, মাওঃ কাজী আব্দুল ওয়াহিদ, মুফতি আব্দুল ওয়াদুদ, মাওঃ খাইরুদ্দীন, মাওঃ নাছির উদ্দিন ও মাওঃ মামুন মিয়া চৌধুরী।
সভায় ১৯৮২ থেকে ২০১১ ব্যাজের প্রাক্তণ ছাত্র পুনর্মিলনীর সম্ভাব্য তারিখ আগামী ৩১ মার্চ নির্ধারণ করা হয়। এছাড়া আগামী ৯ ডিসেম্বর সাধারণ সভার তারিখ নির্ধরণ করা হয়। শায়েস্তানগরস্থ গাউছিয়া একাডেমী ও সুন্নিয়া মাদ্রাসা আয়োজিত সাধারণ সভায় প্রাক্তন ছাত্রদের (১৯৮২-২০১১ ব্যাজ) উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়। এদিকে পুনর্মিলনী সম্পর্কে যে কোন তথ্যের জন্য ০১৭১২১৯৭৮৭৯ মোঃ ফজলুর রহমান, ০১৭১১৪৬২৪৭৬ কাজী আঃ মন্নান, ০১৭১১৯৩২৫১৩ গোলাম সরোয়ার এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।