নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিষাক্রান্ত যুবক সালামত (২৪)কে বাঁচানো গেলনা। সিলেট মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান। নিহত সালামত উপজেলার পানিউমদা পূর্বপাড়া গ্রামের শাওন মিয়ার ছেলে। গত বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জের ধরে বিষপান করে সালামত। প্রথমে তাকে হবিগঞ্জ ও পরে সিলেট মিডেকেলে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।