প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূর উদ্দিন বীর প্রতীক বলেছেন, ৭১ এর বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যাট মানিক চৌধুরীর কন্যা এমপি কেয়া চৌধুরীর উপর হামলার ঘটনায় মুক্তিযোদ্ধের চেতনায় ও আওয়ামী পরিবারে আঘাত হেনেছে। মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তি তা বরদাশ করবেনা। বাহুবলের মিরপুরে জনসভায় হামলায় জড়িতদের গ্রেফতার ও অবিল¤ে শা¯ি দিতে হবে। গতকাল শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউপির জনতার বাজারে সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
গজনাইপুর ইউপি আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আজমান আলী খান চান্দলী সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আব্দুল মুহিত এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায়ভায় বক্তব্য রাখেন, ইউপি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী নেওয়াজ গাজী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাবেক ইউপি মেম্বার তুয়াব উল্লাহ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী আব্দুস শহিদ, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিন্টু ধর, আওয়ামীলীগ নেতা কামাল আহমদ, মোস্তফা মিয়া, ফজল মিয়া, যুবলীগ নেতা ফরিদ মিয়া, ছাত্রলীগ নেতা লিংকন আহমদ, শাহেল আহমদ, নূর মিয়া প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা সরকারের একজন সৎ নিষ্ঠাবান সাংসদ হিসাবে মুক্তিযোদ্ধা সন্তান আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়ার উপর জঘন্য হামলার তীব্র প্রতিবাদ নিন্দা ও জড়িতদের গ্রেফতার এবং শাস্তির জোর দাবী জনান