প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আকাদ্দছ হোসেন তালুকদার গতকাল রবিবার বিকেলে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও উপজেলা নির্বাচনে সিলেট বিভাগে একক প্রার্থী নির্ধারণকারী মোঃ শাহজাহান-এর সাথে কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। উপজেলা নির্বাচনকে সামনে রেখে বানিয়াচং উপজেলা বিএনপি’র বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে তিনি এ মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি কেন্দ্রীয় নেতার কাছে বানিয়াচং উপজেলার ভৌগলিক অবস্থান, শিক্ষা, অনুন্নত যোগাযোগসহ সার্বিক দুর্অবস্থা তুলে ধরে ভোটারদের মন-মানসিকতা ব্যক্ত করেন। এ সময় আকাদ্দছ হোসেন তালুকদার বলেন, অনুন্নত ইউনিয়নের সকল ভোটাররা উন্নয়নের স্বার্থে আমাকে ভোট দিতে চান। এরই প্রেক্ষিতে আমি আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় একক প্রার্থী হিসেবে মনোনয়নের প্রত্যাশা করছি। মতবিনিময় কালে কেন্দ্রীয় নেতা মোঃ শাহজাহান বলেন, আপনি এলাকার ভোটারদের সাথে সমন্বয় রেখে মাঠে কাজ করে যান। আগামী ৫ মার্চ মনোনয়নপত্র যাচাইর পরপরই যে কোন দিন আমি একক প্রার্থীর নাম ঘোষণা করব। আমার বিশ্বাস বিভিন্ন দিক বিবেচনায় আপনার নামই নির্ধারিত হতে পারে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র উপদেষ্টা এম এ মন্নাফসহ মঈনুল ইসলাম এখলাছ, মোঃ আব্দাল চৌধুরী, এম এ রব, খুর্শেদ আলম চৌধুরী পিন্টু, শেখ আজিজুল হক, মোঃ মধু মিয়া তালুকদার, মোঃ বাবুল তালুকদার, নাজমুল আলম চৌধুরী লোকমান, হাকিম কাশেম বিল্লাহ নোমান, মাওলানা আজিজুর রহমান, জমির উদ্দিন খান উস্তার, মোঃ শুভ আহমেদ মজলিশ, শফিকুর রহমান, মোঃ জাকির হোসেন প্রমূখ।