স্টাফ রিপোর্টার ॥ এমপি আবু জাহিরের সহযোগিতায় রেজিষ্ট্রেশন সনদপত্র লাভ করেছে হবিগঞ্জ জেলা ইমাম মালিক সমিতি। জেলা ইমা মালিক সমিতিকে বিধি মোতাবেক সরকারের শ্রম অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ কর্তৃক এ অমোনদন পত্র প্রদান করা হয়। যার রেজিষ্ট্রেশন নং-চট্ট-২৬৭৩।
গত শবিবার সন্ধ্যায় এড. আবু জাহিরকে জেলা ইমা মালিক সমিতির পক্ষ থেকে রেজিষ্ট্রেশনের ১টি কপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এমদাদুর রহমান বাবুল, সহ-সভাপতি হাজী সানু মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মিজান।