প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ এ্যাজমা চেক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে জি আর ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় শহরের রয়েল ফুড চাইনিজ রেষ্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি এ্যাডভোকেট আলাউদ্দিন তালুকাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংবর্ধিত ব্যক্তি অনুষ্ঠানের প্রধান অতিথি গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি পল্লী বিদ্যুৎ ৮নং অঞ্চলের পরিচালক শেখ আজিজুল হক, সংগঠনের সহ সাধারণ সম্পাদক শর্বানি দত্ত, মহিদ আহমেদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন জিতু, সহ সভাপতি দেওয়ান মোস্তাক গাজী, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সাংবাদিক রহমত আলী ছাড়াও বানিয়াচং, হবিগঞ্জ সদরের সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এতে উক্ত সভায় বিভিন্ন শ্রেণী, পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।