প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট পৌর যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে জেলা যুবলীগ। দীর্ঘ দিন দলীয় ও সাংগঠনিক কার্যক্রমে নিস্কৃয়তার দরুন এবং জাতীয় দিবস অথবা কেন্দ্র ঘোষিত রাজনৈতিক কর্মসূচি সমূহ পালন না করার দায়ে জেলা যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বলা হয়, চুনারুঘাট পৌর যুবলীগের দায়িত্ব প্রাপ্ত জেলা নেতৃবৃন্দ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে দ্রুততম সময়ের মধ্যে নতুন আহ্বায়ক কমিটি করা হবে।