প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে ৭নং করগাঁও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে যুক্তরাজ্যের শিকাগো বিএনপির সভাপতি ও শিকাগো জিয়াউর রহমান ওয়ে’র প্রতিষ্ঠাতা শাহ মোজাম্মেল নান্টুর সার্বিক সহযোগীতায় নবীগঞ্জে বিএনপিতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নস্থ গুমগুমিয়া বাজারে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সজ্জাত মিয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা মোহন মিয়ার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল বারি আমির, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মজিদুল করিম মজিদ।
বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহ মোস্তাকিম আলী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম ইয়াজদানী শামীম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা মোশাহিদ আলম মুরাদ, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, বিএনপি নেতা আলাউর রহমান, আব্দুল হক, এমদাদ মিয়া, সাবেক মেম্বার সিরাজ মিয়া, সাবেক মেম্বার মনর মিয়া, পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ সুমন, উপজেলা ছাত্রদল নেতা ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল, বিএনপি নেতা মাহমুদ হোসেন, মনি আহমদ, বাছিত মিয়া, আব্দুস সালাম, মোঃ সাহেদ মিয়া, ছালাম মিয়া, মুজিবুর রহমান, মোঃ লেবু, তসকির মিয়া, আশুক মিয়া, ওয়াসিকুর রহমান, উপজেলা ছাত্রদল নেতা হুমায়ূন আহমেদ, পৌর ছাত্রদল নেতা কপিল আহমদ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বেগম জিয়ার হাতকে শক্তিশালী করতে বিএনপিকে সুসংগঠিত রাখা প্রয়োজন। তাই এই আসনে নতুন নেতৃত্ব হিসেবে শাহ মোজাম্মেল নান্টুর হাতে ধানের শীষ প্রতীক দেখতে চাই। অন্যথায় বসন্তের কোকিলদ্বারা আষ্টেপৃষ্টে থাকা নেতারা যদি নির্বাচন করেন তাহলে সাধারণ জনতার ভোট বিপলে যাবে বলেও মনে করেন তারা।