স্টাফ রিপোর্টার ॥ শাহজীবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আল আমিন এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই বাজারের সাফওয়ান ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ৩ হাজার টাকা, বিদেশি প্রসাধনীর গায়ে মনগড়াভাবে দাম লেখায় তানভীর পোশাক বিতানকে ১ হাজার ৫শ’ টাকা এবং সব বাটখারা ওজনে কম থাকায় নুরুজ মিয়ার মাংসের দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।