স্টাফ রিপোর্টার ॥ আজ নাতিরাবাদ এলাকায় দেওয়ান শাহ উরসে গান-বাজনা ও লটারী জাতীয় খেলা বন্ধে এলাকাবাসী সোচ্চার হয়ে উঠেছে। এ ব্যাপারে গত ১৯ নভেম্বর ৪ নং ওয়ার্ডের এলাকাবাসী দেওয়ান শাহ উরসে অশ্লীল গান-বাজনা ও লটারী জাতীয় খেলা বন্ধ করার জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন। এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, উরসে মহিলা শিল্পী দ্বারা কোন ধরনের গান ও অল্লীলতা করা যাবেনা এবং উরসের শান্তি শৃংখলা রক্ষার স্বার্থে মাঠে সিসি ক্যামেরা রাখতে হবে। এছাড়া গত বছর জেলা প্রশাসনের পক্ষ থেকে মাজারের পবিত্রতা রক্ষায় সব মাজারের উরসে মহিলা শিল্পী দ্বারা গান-বাজনা ও অশ্লীলতা সম্পূর্ন রূপে নিষিদ্ধ করা হয়। এলাকাবাসীরা জানিয়েছেন এলাকাবাসীর বাধা ও প্রশাসনের নিষেধ থাকা স্বত্তেও উরসে গান বাজনার আয়োজনের প্রস্তুতি চলছে।