প্রেস বিজ্ঞপ্তি ॥ একটি স্বার্থান্বেষী মহল কর্র্র্তৃক ঘোষিত টমটম ধর্মঘটের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার বিকেলে শহরের ২নং পুল সানাই কমিউনিটি সেন্টারের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর টমটমের সভাপতি এম এ মান্নান। সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন জাহান এর পরিচালনা এতে বক্তব্য রাখেন, এম এম শাহজাহান, মোঃ নুরুন্নবী, মোঃ ওয়াহিদ মিয়া, মোঃ জামাল মিয়া, মোঃ ফুল মিয়া, মোঃ মুক্তা মিয়া, মোঃ তবারক হোসেন, মোঃ রফিক মিয়া, মোঃ আমিন চৌধুরীসহ অসংখ্য নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় শহরের কামড়াপুর, আনোয়ারপুর, সুলতান মাহমুদপুর, পুরান বাজার, ধুলিয়াখাল, পৈল রোড সহ প্রতিটি আঞ্চলিক কমিটির টমটম মালিক শ্রমিকরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। সকল মালিক শ্রমিকদের জোরালো দাবি টমটমের অভিশাপ অবৈধ টমটমের হোতা নুরুল আমীন ভূইয়ার কবল থেকে সকল মালিক শ্রমিকরা মুক্তি চায় এবং টমটমের নামে কোন প্রকার চাঁদাবাজি করা হলে কঠোর হস্তে দমন করা হবে বলেও তরা হুশিয়ারী দেন। বক্তারা বলেন মালিক-শ্রমিকদের প্রবল বাধার মুখে অবৈধ ধর্মঘট প্রত্যাহার করতে তথাকথিত নূরুল আমীন বাধ্য হন।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে হবিগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, হবিগঞ্জ পৌরসভা, সদর থানার ওসি ও ট্রাফিক বিভাগকে স্মারকলিপি দেওয়া হয়।