স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার ‘উত্তরণ সমাজ কল্যাণ সংসদ’-এর সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সর্বোচ্চ ভোটে বিজয়ী হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ‘উত্তরণ সমাজ কল্যাণ সংসদ’-এর আয়োজনে গত শুক্রবার সন্ধ্যা ৭টায় শহরের রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘মরহুম হাফেজ জহির হোসেন স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট’ চলাকালে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ‘উত্তরণ সমাজ কল্যান সংসদ’-এর সভাপতি আহমেদ কবির আজাদ, আহসানুল হক সুজা, উত্তরণ ক্রীড়া সংসদের সাবেক অধিনায়ক মিজানুর রহমান পিপলু, অধিনায়ক রিন্টু রায়, কলিন চৌধুরী, ফয়সল, রোমেন চৌধুরী, নাইমুর রহমান এপু, মিজু আহমেদ রতন, মোজাহিদ, রায়হান, জাকির আলী অনিক, রাফি প্রমূখ।