নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের ঐতিহ্যবাহী অনন্ত জিউড় আখড়ার বার্ষিক অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন বিভিন্ন অনুষ্টান মালার মধ্যদিয়ে গত রবিবার দুপুরে সম্পন্ন হয়েছে। অনুষ্টানামলার মধ্যে ছিল, শ্রীমদভাগবত পাঠ, মঙ্গলঘট স্থাপন, অধিবাসকৃত্যনুষ্টান, হরিনাম সংকীর্তন ও দধিভান্ড ভঞ্জন। আখড়ার সেবায়েত কাজল অধিকারী, রিংকু অধিকারী ও পিংকু অধিকারীর আয়োজনে এতে গীতা পাঠ করেন শিক্ষক প্রদীপ কুমার দাশ, মুকুন্দ দাশ, পরিমল দাশ, অনকুল দেব। সঙ্গীত পরিবেশন করেন অন্নপূর্না দাশ অনু, অন্দ্রিলা দাশ, রাজীব দাশ প্রমূখ। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ডাঃ কাজল নাথ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক অমলেন্দু সূত্রধর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, ৯নং বাউসা ইউপির হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সুজিত দাশ, অজিত পাল, মহেন্দ্র রায়, রাজিব রায়, শিক্ষক বিদ্যুৎ পাল, বিপুল দাশ, পান্ডব রায়, বিপ্লব রায়, সঞ্জিত রায়, রবি রায়, অর্জুন রায় প্রমুখ। অনুষ্টানে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে।