প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজারে গতকাল বিকেলে কাজিগঞ্জ বাজার দাখিল মাদ্রাসার হল রুমে ২নং পূর্ব বড় ভাকৈর ইউপি আনজুমানে আল ইসলাহ এর কার্যকরী সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সবার সম্মতিক্রমে ১৪ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা হলেন, সভাপতি মোঃ আব্দুল্লাহ মিয়া (সাবেক মেম্বার), সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান, মোঃ আঃ হান্নান, সাধারণ সম্পাদক মাওঃ গোলজার আহমদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ আনহার মিয়া, সাংঠনিক সম্পাদক মোঃ মোকারিম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুর রহমান, প্রচার সম্পাদক মোঃ সুজাত মিয়া, সহ-প্রচার সম্পাদক মোঃ আকবর আলী, সহ প্রচার সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন, অর্থ সম্পাদক মোঃ জুয়েল মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক ক্বারী মোঃ রইছ উদ্দিন, অফিস সম্পাদক মোঃ কয়েছ আহমদ, সহ-অফিস সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন। উক্ত কার্যকরী সভায় কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সামছুল হকের সভাপতিত্বে ও নির্বাচিত সাধারণ সম্পাদক কাজী মাওঃ গোলজার আহমদের পরিচালনায় এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ সাহিদ আলম।
সভায় প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ এর কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক কাজী মাওঃ এম হাসান আলী। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা আল-ইসলাহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওঃ এম.এ.রহিম, নবীগঞ্জ উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওঃ এম.এ সবুর, নবীগঞ্জ উপজেলা আল ইসলাহ’র অফিস সম্পাদক হাফেজ ফিরোজ আহমেদ, প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নবীগঞ্জ উপজেলা আল-ইসলাহ সাধারণ সম্পাদক মাওঃ সাজ্জাদুর রহমান।