স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার তেমুনিয়া মোড়ে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনতলা সীমান্ত ফাঁড়ির একদল বিজিবি সদস্য অভিযান চালিয়ে এ পরিমাণ গাঁজা উদ্ধার করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৭ হাজার ৫শ’ টাকা।