স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জকে উপজেলা ঘোষণার মধ্য দিয়ে শায়েস্তাগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবী এবং এমপি আবু জাহিরের প্রচেষ্টার সফল বাস্তবায়ন হয়েছে। এতে শায়েস্তাগঞ্জবাসীর কাছে অভিনন্দিত হলেন এমপি আবু জাহির। গতকাল সোমবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘শায়েস্তাগঞ্জকে উপজেলা’ ঘোষণা করেন। এ ঘোষণার মাধ্যমে শায়েস্তাগঞ্জ দেশের ৪৯২তম উপজেলা এবং হবিগঞ্জ জেলা ৯টি উপজেলায় উন্নীত হল। ব্রাহ্মনডোরা, নুরপুর, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ও শায়েস্তাগঞ্জ পৌরসভা নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা গঠন করা হয়েছে। এদিকে শায়েস্তাগঞ্জ উপজেলা ঘোষণার সাথে শায়েস্তাগঞ্জে বিরাজ করে উসবের আমেজ। ধুমপড়ে মিস্টি খাওয়া ও খওয়ানোর। যেন শায়েস্তাগঞ্জবাসী নব উদ্দীপনায় উজ্জিবিত। সর্বত্র আনন্দের ছোয়া। সবার মুখে একই সুর এমপি আবু জাহিরের ঐকান্তির প্রচেষ্টার কারনেই উপজেলায় রূপান্তরিত হয়েছে শায়েস্তাগঞ্জ।
২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জ আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় প্রধানমন্ত্রীর কাছে হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির হবিগঞ্জে একটি মেডিকেল কলেজ, একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও শায়েস্তাগঞ্জ থানাকে উপজেলা করার দাবি জানান। ওই দিনই নিউফিল্ড মাঠে আওয়ামীলীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি আবু জাহিরের দাবির প্রেক্ষিতে মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও শায়েস্তাগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হবে বলে ঘোষণা দেন। এর পর থেকে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে মাঠে নামেন এমপি আবু জাহির। ইতোপূর্বে মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়। চলতি সেশনে ছাত্র ভর্তি করা হয়েছে। সাইট সিলেকশনও প্রায় শেষ। আপাতত জেলা সদর হাসপাতাল ভবনে শিক্ষা কার্যক্রম চালু হবে। আর আবু জাহির এমপির দীর্ঘ প্রচেষ্টার পর গতকাল শায়েস্তাগঞ্জকে উপজেলায় রূপান্তরের ঘোষণাটির সফল বাস্তবায়ন হয়েছে।