মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে মাধবপুর পৌরসভার পশ্চিম বাজারে একটি তুলার গোডাউন থেকে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে দমকল বাহিনী। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে একটি তুলার মিল ও একটি তুলার গোডাউন, তিনটি সেলুন, একটি সানের ঘর ও পাঁচটি কলার গোডাউনসহ অন্তত ১২টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছে।