স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে গত ২৪ ঘন্টা ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে রোগী ও তাদের স্বজনরা পড়েছেন চরম দুর্ভোগে। রোগীর স্বজনদের অভিযোগ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না। এদিকে হাসপাতালের পাম্প অপারেটর সটকে পড়েছে। গত রবিবার রাত ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত এ রিপোর্ট লেখাকালে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ ছিল। রোগী ও তার স্বজনদের সাথে হাতাহাতির ঘটনা ঘটছে।