প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা কখনো দলের সাথে বেঈমানী করতে পারে না। যারা নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত থাকে তারা মণেপ্রাণে শেখ হাসিনার কর্মী না। যুবলীগের প্রকৃত নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সবসময় দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে।
গতকাল সোমবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার আদর্শ রিচি ইউনিয়ন যুবলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আগামীতে আবারো শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সদর উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম।
এছাড়াও বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ কাদির সামছু, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মামুন, রিচি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ, সাধারণ সম্পাদক মোঃ জাহির মিয়া, জেলা যুবলীগের সহ-সভাপতি শওকত আকবর সোহেল, এস এম আব্দুর রউফ মাসুক, সোহেল আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, সম্পাদক মন্ডলীর সদস্য মোজাম্মেল হক তালুকদার শাহিন, শাহ আলম সিদ্দিক, জামাল মিয়া, ডাঃ পিন্টু আচার্য্য, এম এ হাকিম, বিপুল রায়, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ সেবুল আহমেদ, সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, উপজেলা যুবলীগের সহ সভাপতি আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, মৌলদ মিয়া, ছাবু মিয়া, আশরাফ মিয়া, পৌর যুবলীগের শান্তনু দাশ অলক, দেলোয়ার খান, রাহুল দাশ, ইউনিয়ন যুবলীগের হাবিবুর রহমান সুমন, মোঃ আব্দুল গনি সরদার, শেখ সুমন, নূরুল হক, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন শাহীন, অলিউর রহমান প্রমুখ।