স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শ্যামলী থেকে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী জাতীয় পার্টির কর্মী পরিচয়দানকারী জাকিয়া আবেদীন ওরপে হোসনা (৩০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এ সময় জাকিয়া গরম পানি ছুড়ে এক মহিলা পুলিশ সদস্যকে আহত করে। গতকাল সোমবার রাত ৯টায় সদর থানার এএসআই কাওছার আলমের নেতৃত্বে একদল পুলিশ শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে জাকিয়াকে আটক করে। এ সময় জাকিয়া মহিলা এসআই ফারহানার দিকে গরম পানি ছুড়ে মারে। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জাকিয়া ওই এলাকার জাহাঙ্গীর খানের স্ত্রী ও ইনাতাবাদ এলাকার জহুর আলীর কন্যা।
পুলিশ জানায়, জাকিয়ার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় সাজা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একই ধরণের মামলায় ৬টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতদিন সে পলাতক ছিল।