আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে এক পৌর যুবলীগ নেতাকে পিটিয়ে দাঁত ভেঙ্গে দিয়েছে দু’যুবলীগ নেতা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জে দীর্ঘদিন যাবৎ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি নিয়ে যুবলীগ নেতা কর্মীরা দু’গ্র“পে বিভক্ত হয়ে পড়েছে। এক গ্র“পের নেতৃত্বে রয়েছেন, আব্দুল কুদ্দুস সেন ও শামীম আহমেদ। অপর গ্র“পের নেতৃত্ব দিচ্ছেন, বাবলু রায়, মমিনুর রহমান ও সজিব। এ কে কেন্দ্র করে দু’গ্র“পের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার এক গ্র“পের সমর্থক ও পৌর যুবলীগের প্রচার সম্পাদক মোঃ জয়নাল মিয়া (৩৫)কে দুপুর ১ টার দিকে ৩ যুবলীগ নেতা মোটর সাইকেলে উঠিয়ে লাল মিয়া বাজারে নিয়ে যায়। এবং একটি দোকানে আটকে রেখে নির্যাতন চালায়। এতে তার একটি দাঁত ভেঙ্গে যায়। জয়নাল শোর-চিৎকার শুরু করলে শতাধিক লোক দোকানের সামনে জড়ো হয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, এসআই মোঃ হুমায়ূন কবির সহ একদল পুলিশ ঘটনাস্থলে এসে দোকানের তালা খুলে জয়নালকে উদ্ধার করে। আশপাশের লোকজন আশংখাজনক অবস্থায় তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে আহত জয়নাল উপজেলা যুবলীগের আহবায়ক বাবলু রায় (৪৫) ও যুগ্ম আহবায়ক মোঃ মমিনুর রহমান সজিব (৪০)সহ ৫ জনের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। এদিকে রাত ৯ টায় উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলী মিয়া ও থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেনের উপস্থিতিতে উভয় পক্ষকে নিয়ে একটি সালিশ অনুষ্টিত হয়। উক্ত সালিশে উপজেলা যুবলীগ নেতা বাবলু ও সজিব আহত পৌর যুবলীগ নেতার নিকট ক্ষমা প্রার্থনা করেন। অভিযুক্তদের নিকট থেকে জয়নালের ব্যবহৃত দু’টি মোবাইল ফোন ও ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়।