স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের লুকড়া গ্রামে ইয়াকুব আলী (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের কিম্মত আলীর পুত্র। গতকাল সোমবার পারিবারিক কলহের জের ধরে ঘরে থাকা কিটনাশক পান করে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার এসআই আসাদুজ্জামান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ বিষয়ে ওই যুবকের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লুকড়া ইউপি চেয়ারম্যান ফরহাদ উদ্দিন আব্বাসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে লাশ নিয়ে যাওয়া হয়।