এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ বিয়ের মাত্র ৩ দিনের মাথায় রহস্যজনক মৃত্যু হয়েছে জিয়াউল হক নামে এক যুবকের। স্বাভাবিকভাবে জিয়াউল হকের মৃত্যু হয়েছে নাকি কোন কারণ রয়েছে এ নিয়ে তার পরিবারসহ গ্রামবাসীর মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। তিনি নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের ফতেহপুর গ্রামের ছুরুক মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়াউল হক (২৫) গত ৩ দিন আগে একই গ্রামে বিয়ে করে। গত শুক্রবার দিবাগত রাতে খাওয়া দাওয়া শেষে নববিবাহিতা স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন। রাত প্রায় সোয়া ১২ টার দিকে হঠাৎ চিৎকার দিয়ে উঠেন জিয়াউল হক। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে গিয়ে জিয়াউল হকের মুখ দিয়ে লালা পড়তে দেখতে পান। এ সময় তার পরিবারের লোকজনকে বুকে হাত দিয়ে ব্যথা হচ্ছে মর্মে ইশারায় বুঝান। পরিবারের লোকজন তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি কারণে বা কিভাবে মারা গেলেন জিয়াউল হক তা নিশ্চিত হওয়ার জন্য পিতা ছুরুক মিয়া নবীগঞ্জ থানায় দরখাস্ত দেন। পুলিশ আবেদনের প্রেক্ষিতে একটি অপমৃত্যু মামলা রুজু করে মৃতের ময়নাতদন্ত সম্পন্ন করতে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত রিপোর্টা পাওয়ার পরই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। এদিকে তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।