মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামে সাবিনা আক্তার (১৯) নামে এক নববধূ বিষপানে আত্মহত্যা করেছেন। সাবিনা ওই ইউনিয়নের তুলসীপুর গ্রামের মোঃ কুদরত আলীর স্ত্রী।
জানা যায়, চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামের ইয়াকুব আলীর মেয়ে সাবিনা আক্তার (১৯) কে ১০ নভেম্বর একই ইউনিয়নের তুলসীপুর গ্রামের কুতরত আলীর কাছে বিয়ে দেয়া হয়। বিয়ের ২ দিন পর ১২ নভেম্বর সাবিনা স্বামীর বাড়ী থেকে বাবা’র বাড়ী বেড়াতে আসে। রাতে সকলে অজ্ঞাতে সাবিনা বিষপান করে মৃত্যু যন্ত্রনায় ছটপট করতে থাকলে আতœীয়-স্বজনরা দ্রুত থাকে ব্্রাহ্মনবাড়ীয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে সাবিনা মৃত্যুর কোলে ঢলে পড়ে।