লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলা নির্বাচনে বিএনপির একক প্রার্থী ঘোষনার লক্ষে স্থানীয় বামৈ বাজার সংলগ্ন মাঠে এক সভা অনুষ্ঠিত হয়। লাখাই থানা বিএনপি সহ-সভাপতি হাবিবুল্লাহ বাহার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আবদালের পরিচালনায় লাখাই অনুষ্ঠিত সভায় থানা বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমৃল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্ঠা মীর আব্দুল আওয়াল। সভায় সর্বসম্মতিক্রমে লাখাই উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে আলহাজ্ব এড. ছালেহ আহমেদ, ভাইস চেয়ারম্যান পদে এস আর তালুকদার শাহনুর এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেহান বেগমকে বিএনপির একক প্রার্থী ঘোষনা করা হয়। উক্ত ঘোষনাকে উপস্থিত সকল নেতাকর্মী করতালীর মাধ্যমে স্বাগত জানান।