বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ-সিলেট সংরতি আসনের নারী এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গতকাল সোমবার বিকাল ৪টায় নারিকেলতলা চারগ্রামের উদ্যোগে চলিতাতলা তেমুহনীতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারিকেলতলা চারগ্রামের বিশিষ্ট মুরুব্বী শেখ হিরা মিয়ার সভাপতিত্বে ও মামুনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন বাহুবল উপজেলা আওয়ামলীগের সহ-সভাপতি শাহ আহম্মেদ আওলাদ, আহত এমপি কেয়া চৌধুরীর বড় ভাই এডঃ ফয়জুল বশির চৌধুরী সুজন, লামাতাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান চৌধুরী টেনু, উপজেলা জাপার আহ্বায়ক এম এ জলিল তালুকদার, সৈয়দ খলিলুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা শেখ সাবাজ মিয়া, কমান্ডেন্ট মানিক চৌধুরী স্মৃতি সংসদের আহ্বায়ক মোঃ এখলাছ মিয়া, সাতকাপন ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল মজিদ শেখ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান, প্রবাসী মাসুক মিয়া, মোঃ মাসুদ রানা, আলফু মিয়া, ছুরাব আলী, আবুল কাশেম, মোঃ দরছ মিয়া, ছুরুক মিয়া, মোঃ রমজান আলী, মোঃ ময়না মিয়া, মোঃ আশিক মিয়া ও লকুজ মিয়া প্রমুখ।
পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচী দেয়া হবে। সোমবার বিকাল ৫টায় নন্দনপুর বাজারে ও সন্ধ্যায় মানিকা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।