মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শ্রীধরপুর গ্রামে পুলিশকে কুপিয়ে গ্রেফতারী পরোয়ানার আসামিকে ছিনতাইয়ের ঘটনায় দুদ মিয়াকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে মনতলা তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক মাসুদ খান বাদি হয়ে মাধবপুর থানায় এ মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত শনিবার ভোর রাতে মনতলা তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক জালাল আহম্মেদ উপজেলার শ্রীধরপুর গ্রামের মৃত নুর আলীর ছেলে দুদ মিয়া (৪০) কে গ্রেফতার করে। এ সময় আসামির স্বজনরা তাকে কুপিয়ে দুদ মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। পরে গ্রামবাসীর সহযোগিতায় হাতকড়া ফেরত পেলেও দুদ মিয়াকে গ্রেফতার করা যায়নি। এর সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, মামলার আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।