স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক সরবরাহকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার রাত সাড়ে ১ টার দিকে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একদল সদস্য শায়েস্তাগঞ্জের মা পেট্টোল পাম্প সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে ওই দুই মাদক সরবরাহকারীকে আটক ও ইয়াবা উদ্ধার করেন। আটককৃতরা হলেন, চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামের রজব আলীর ছেলে উজ্জ্বল ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নানশ্রী গ্রামের মৃত মাহবুবুল আলমের ছেলে শাহীনুর আলম। শাহীনুর আলম বর্তমানে নুরপুর (মা পেট্টোল পাম্পের পশ্চিম পার্শ্বে) বসবাস করছে।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার বিমান চন্দ্র কর্মকার জানান, উজ্জ্বল ও শাহীনুর আলম উল্লেখিত পরিমাণ ইয়াবা সরবরাহ করার জন্য ওই রাতে শায়েস্তাঞ্জের মা পেট্টোল পাম্পের পশ্চিম পার্শ্বে অবস্থান করছিল। এ খবর পেয়ে তাঁর নেতৃত্বে একদল র্যাব সদস্য অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তাদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।