প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এছাড়াও বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে আজ রবিবার হবিগঞ্জ শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হবে। গতকাল শনিবার সকালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরবর্তীতে সন্ধ্যায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজন করা হয় কেক কাটা ও আলোচনা সভার। কেক কাটা শেষে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী।
পৌর যুবলীগ সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল মালেক, সৌকত আকবর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, জেলা যুবলীগ নেতা শাহ আলম সিদ্দিক, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক যুবলীগ নেতা শাহবাজ চৌধুরী, সুহেল আফজাল, জেলা যুবলীগের সহ-সভাপতি স্বজল রায়, শাহ মোঃ আরজু, হাজী সামছু, আব্দুর রউফ মাসুক, গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, এম এ হাকিম, বিপুল রায়, পিন্টু আচার্য্য, মঈন উদ্দিন চৌধুরী সুমন, মোঃ বদরুল আলম, শাহরিয়ার সুমন, এডঃ এনাম, আলম মিয়া, দ্রুবজ্যোতি দাশ টিটু, নিজাম উদ্দিন শরীফ জনি, সবুজ আহমেদ, আমীর খান, শাহ ওবায়দুর রহমান, ইমতিয়াজ জাহান শাওন, আব্দুর রকিব রনি, জাহির মিয়া, ইকবাল হোসেন খান, দেলোয়ার হোসেন খান, এম এ মামুন, জুয়েলুর রহমান, স্বজল খান, আবুল কাশেম রুবেল, সেলিম আহমেদ, শিমুল, রাহুল প্রমুখ।
সভাপতির বক্তব্যে প্রদানকালে আতাউর রহমান সেলিম স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে সফল করায় সকল নেতাকর্মীর প্রতি অভিনন্দন জানান এবং আজকের র্যালি সফল করতে সকলের অংশগ্রহণ কামনা করেন।
উল্লেখ্য, আজ সকাল ১০টায় হবিগঞ্জ শিরিষতলা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এতে অংশ নেওয়ার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা যুবলীগ নেতৃবৃন্দ।