প্রেস বিজ্ঞপ্তি ॥ যুক্তরাজ্য শিকাগো বিএনপির সভাপতি, নবীগঞ্জ-বাহুবল আসেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহ মোজাম্মেল নান্টুর সার্বিক সহযোগীতায় নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ভাকৈর ইউনিয়নের আমড়াখাইর বাজারে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সত্যেন্দ্র দাশ চৌধুরী’র সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বিএনপি নেতা আবুল হোসেন’র পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্টাকালীন সভাপতি ও উপজেলা বিএনপি নেতা তৌহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মজিদুল করিম মজিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম ইয়াজদানী শামীম, পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ সুমন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, যুবদল নেতা আব্দুল কাইয়ূম, শাহ মুস্তাকিম আলী, মুজিবুর রহমান, ইকবাল আহমেদ, উপজেলা বিএনপির বন ও পরিবেশ সম্পাদক মোঃ সাজিদুর রহমান সাজিদ, বড় ভাকৈর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল হক, বর্তমান সিনিয়র সহ-সভাপতি ইসরাক মিয়া, বিএনপি নেতা হাবিবুর রহমান, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাখন লাল বৈষ্ণব, প্রচার সম্পাদক দবির মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা আলহাজ্ব নূর হোসেন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল। এ সময় বক্তব্য রাখেন পৌর ছাত্রদল নেতা কপিল আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা নাঈম আহমেদ, ইউনিয়ন ছাত্রদল নেতা রুনেল আহমেদ, মুস্তাকিম আহমেদ, সাদিক মিয়া, জুনেদ মিয়া প্রমূখ।