প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ট্রাক ও টেংকলরী শ্রমিক ইউনিয়ন নবীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের কার্যকরী কমিটির নব-নির্বাচিত শপথ ও অভিষেক অনুষ্টান-২০১৭ জাকঝমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকালে উক্ত অভিষেক অনুষ্টানে সভাপতিত্ব করেন, সংগঠনের বিদায়ী সভাপতি মোঃ আব্দুল আউয়াল। সাংবাদিক এম মুজিবুর রহমান ও গীতিকবি হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাবিবুর রহমান, গীতা পাঠ করেন বিপ্লব চক্রবর্তী। এতে প্রধান অতিথির বক্তব্য, রাখেন হবিগঞ্জ জেলা ট্রাক ও টেংকলরী শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ ইয়াদুল হোসেন। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা সড়ক সড়ক পরিবহন ১৩৫৬ এর অন্তর্ভুক্ত নবীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সভাপতি মোঃ ইয়াওর মিয়া, হবিগঞ্জ জেলা ট্রাক ও টেংকলরী শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আব্দাল মিয়া, যুগ্ম সম্পাদক জাহির উদ্দীন শিকদার, সহ-সম্পাদক জুহেল আহমেদ, কার্যকরী সদস্য মোঃ তফুর মিয়া, হবিগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সদস্য মোঃ আউলাদ মিয়া, প্যানেল আইনজীবি লিগ্যাল এইড হবিগঞ্জ ও কবি এস এম ইলিয়াছ, হবিগঞ্জ চৌধুরী বাজার ট্রাক স্ট্যান্ড এর সভাপতি মোঃ রুহুল আমীন, সম্পাদক মোঃ সজল খান, সহ-সভাপতি মোঃ নাছির উদ্দীন প্রমূখ। উক্ত অনুষ্টানে হবিগঞ্জ জেলা ট্রাক ও টেংকলরী শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্র ২২৮৯/০৩ ইং এর অন্তর্ভূত নবীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের নব-নির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি মোঃ রায়হান মিয়া, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি মোঃ ফারুক মিয়া, সম্পাদক সাজিদ মিয়া, যুগ্ম সম্পাদক শ্রী বিধান দাস, সহ-সম্পাদক মোঃ আব্দুল্লাহ্ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মোঃ সফু মিয়া, কোষাধ্যক্ষ মোঃ খোকন মিয়া, কার্যকরী সদস্য মোঃ সুহেল মিয়া, মোঃ আনছার মিয়া, মোঃ শানুর মিয়া ও বাবলুু দাস সহ ১৩ সদস্যের কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি মোঃ ইয়াদুল হোসেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে দেশ বরেণ্য শিল্পীর সঙ্গীত পরিবেশন করেন।