স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আহছানিয়া মিশনের অন্যতম খাদেম আব্দুল আলীম গতকাল রাত ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। তৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মরহুমের জানাজার নামাজ আজ বাদ জোহর সওদাগর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে গরুর বাজার সংলগ্ন মোকাম বাড়ি কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, নাতী-নাতনীসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুম আব্দুল আলীম দীর্ঘদিন ধরে হবিগঞ্জ আহছানিয়া মিশনের নানা কাজে সম্পৃক্ত ছিলেন। আব্দুল আলীম বানিয়াচঙ্গের শাহপুর গ্রামের বাসিন্দা।